ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সালামি পেল সদ্য প্রসূত ও বিশেষ শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুন ৬, ২০১৯
সালামি পেল সদ্য প্রসূত ও বিশেষ শিশুরা সালামি পেল সদ্য প্রসূত ও বিশেষ শিশুরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: দেশ ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনার মধ্যদিয়ে ঝালকাঠিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এর মাঝে জেলার এতিম, অসহায় আর ‍দুস্থদের আপ্যায়ন, সদ্য প্রসূত ও বিশেষ শিশুদের সালামি দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক হামিদুল হক উৎসবের বিশেষ এই দিনে নামাজ আদায় শেষে সরকারি শিশু পরিবারে যান। সেখানে তিনি শিশুদের মিষ্টি খাওয়ান।

 

এছাড়া জেলা সদর হাসপাতালের রোগীদের খোঁজ-খবর নেন এবং সদ্য প্রসূত শিশুদের ঈদ সালামি প্রদান করেন।

পাশাপাশি বাসায় বিশেষ শিশু (প্রতিবন্ধি) ও তাদের পরিবারের সদস্যদের আপ্যায়ন এবং সালামি দেন। এছাড়াও এতিম-অসহায় শিশুসহ অসহায় মানুষ ও ভিক্ষুকদের আপ্যায়ন করান।  

একই সঙ্গে সামাজিক সংগঠনের যুবাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।  

বাংলা‌দেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।