ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, জুন ৫, ২০১৯
হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

ঢাকা: রমজানের ওই রোজা শেষে আবার এসেছে ঈদ। ঈদ উদযাপনে প্রস্তুতির কোনো ঘাটতি নেই দেশবাসীর। সবাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন ঈদুল ফিতর উদযাপনের আয়োজন করতে।

ঈদের ছুটিতে রাজধানী ঢাকার অধিকাংশ মানুষ গ্রামে গেলেও রয়ে গেছেন অনেকেই। সারাদিন বৃষ্টির কারণে বের হতে না পেরে বিকেলের দিকে কমতে শুরু করলেই মানুষ বেড়াতে বের হয়েছেন।

আর এতে কোলাহলে ভরে উঠেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো।  

ঢাকার বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে হাতিরঝিল এখন অন্যতম জনপ্রিয় জায়গা। বেলা গড়িয়ে বিকেল হতেই পুরো হাতিরঝিল এলাকাজুড়ে সমাগম ঘটেছে দর্শনার্থীদের। কেউ এসেছেন বন্ধু বা বান্ধবীকে নিয়ে আবার কেউ এসেছেন স্ত্রী ও সন্তান নিয়ে।  

বুধবার (৫ জুন) ঈদের দিন বিকেলে হাতিরঝিল এলাকা ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে।  .স্ত্রী ও সন্তান নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজিউর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, সারা বছরই অফিসসহ পারিবারিক নানা কাজে ব্যস্ত থাকতে হয়। ঈদের ছুটিতে গ্রামেও যাওয়া হয়নি। তাই সবাইকে নিয়ে বেরিয়ে চলে এলাম হাতিরঝিল। এখানকার নিরাপত্তাসহ পরিবেশও ভালো। স্ত্রী-সন্তানেরও হাতিরঝিল পছন্দ।  

বান্ধবীকে নিয়ে হাতিরঝিলের এফডিসির গেট এলাকায় বসে আছেন আব্দুর রশিদ। দু’জনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঈদের ছুটিতে বাড়ি না গিয়ে ফাঁকা ঢাকার স্বাদ নিতে রয়ে গেছেন রাজধানীতে। বিকেলে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। এখানে চটপটি, ফুসকা খাবেন। আড্ডা দিয়ে বাসায় ফিরে যাবেন এমনটাই প্রতিক্রিয়া রশিদের।  

বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মী নাসরিন আখতার বলেন, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে এখন হাতিরঝিলই একটু পরিষ্কার-পরিচ্ছন্ন ও বসা যায়। অনেক বড় এলাকা হওয়াতে মানুষের জটলাও বাধে না। তাই সবাই এখানেই বিনোদন খোঁজে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।