ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃষ্টিতেও সিলেটের ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১৯
বৃষ্টিতেও সিলেটের ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল সিলেটের ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল, ছবি: বাংলানিউজ

সিলেট: বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সিলেটে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল থেকেই সিলেটের আকাশে মেঘের ঘনঘটা। কখনও ঝির ঝির বৃষ্টি, কখনও ভারী। এসবের মধ্যেই নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। ঈদগাহে আগত মুসল্লিদের অনেককেই ছাতা হাতে নিয়ে প্রবেশ করতে হয়েছে।

বুধবার (০৫ জুন) পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান করেন হজরত মাওলানা শায়খে বরুণী সৈয়দুর রহমান হাবিবী।

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। এছাড়া বিভিন্নস্থান থেকে নামাজ আদায় করতে মুসল্লিরা জড়ো হন শাহী ঈদগাহে। লোকে লোকারণ্য শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতের ব্যাপ্তি ছড়িয়ে যায় আশপাশের সড়কগুলোতেও। সিলেটের ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল, ছবি: বাংলানিউজজামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ক্রন্দনরত মুসল্লিরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে ক্ষমা প্রাথনা করেন।

সকাল ৮টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের জামে মসজিদ, কোর্টপয়েন্ট কালেক্টরেট জামে মসজিদ, শেখঘাটস্থ শেখ ছানাউল্লাহ জামে মসজিদ,কালিঘাট নবাবী মসজিদ, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মসজিদ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ, পশ্চিম পীরমহল্লা ও ভার্থখলা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে, কাজিরবাজার মাদ্রাসায় ও দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল ৭টায় ও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মিলিত হয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, ছবি: বাংলানিউজএছাড়া সকাল ৯টায় হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হজরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদ, বরইকান্দি শাহী ঈদগাহ ময়দান, সিলেট সদর উপজেলার সাহেববাজার শাহী ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়।

নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, ৮টা ও ৯টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতসহ উল্লেখযোগ্য বড় ঈদ জামাতগুলো ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ