ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পত্রিকার ২ পাতা ১০ টাকায় বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৯
পত্রিকার ২ পাতা ১০ টাকায় বিক্রি!

নারায়ণগঞ্জ: ঈদের নামাজের জামাত শুরু হতে তখন বাকি ১০ মিনিট। নারায়ণগঞ্জের লাখো লোকের ঈদ জামাত এবারই প্রথমবার। দু’টি মাঠ ও ঈদগাহ তখন মুসল্লিতে পূর্ণ হয়ে উত্তরে মাসদাইর ও পূর্বে শহরের জামতলা ছাড়িয়ে গেছে। সড়কে দাঁড়িয়ে অপেক্ষায় অনেকে, যারা জায়নামাজ নিয়ে এসেছেন তারা সড়কেই তা বিছিয়ে দাঁড়িয়ে গেছেন।

জায়নামাজ ছাড়া গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা মুসল্লিদের জন্য তখন পত্রিকা নিয়ে হাজির হন হকার কবির আলী। বাধ্য হয়ে ওই পত্রিকারই দু’টি পাতা কিনে সড়কে বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যান মুসল্লিরা।

আর পত্রিকার দু’টি করে পাতা মুসল্লিদের কাছে ১০ টাকা করে বেচেন কবির আলী।
 
বুধবার (৫ জুন) ঈদের দিন নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহের সামনে এমন দৃশ্য দেখা যায়। ।

হকার কবির আলী বাংলানিউজকে বলেন, সকাল থেকেই পেপার নিয়ে এখানে বিক্রি করছি, ভালোই লাভ হচ্ছে। মানুষেরও উপকার হচ্ছে। প্রতি পাতা ৫ টাকা করে বিক্রি করছি। একজনের দু’টি করে অন্তত পাতা লাগে দাঁড়াতে তাই দু’টির নিচে বিক্রি করছি না।  

ঈদের নামাজ পড়তে আসা আব্দুল্লাহ বলেন, এসেছি ঈদের নামাজ পড়তে, জায়নামাজ নিয়ে আসিনি, তাই এখন পেপার কিনে দাঁড়িয়ে নামাজ পড়েছি। দু’টি পাতা ১০ টাকা দিয়ে কিনেছি।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।