ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ৫, ২০১৯
ময়মনসিংহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা  নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। 

বুধবার (০৫ জুন) সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।  নামাজ শুরু হওয়ার আগেই ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

এ সময় শত শত মুসল্লি পাশের সড়কে নামাজ আদায় করেন।  

ঈদের জামাতের আগে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।  

এতে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।  

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম প্রমুখ।  

ঈদের জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ মাঠেই সকাল সাড়ে ৮টার দিকে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।  

বাবা-চাচার হাত ধরে ঈদের জামাতে আসতে দেখা যায় শিশুদের। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য।  

ঈদের এ প্রধান জামাতকে ঘিরে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠের চারপাশের কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থানীয় মুসল্লিরা এ নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ০৫, ২০১৯ 
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।