ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উদ্বোধন হলো শহীদ সুকান্ত বাবু শিশুপার্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জুন ৫, ২০১৯
উদ্বোধন হলো শহীদ সুকান্ত বাবু শিশুপার্ক শহীদ সুকান্ত বাবু শিশুপার্ক

বরিশাল: ঈদের আগেই বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শহীদ সুকান্ত বাবু শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৬টায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মেয়র তার ছোট ছেলে সেরনিয়াবাত আরসান আব্দুল্লাহকে নিয়ে পার্কের ভেতর ঘুরে দেখেন।

এসময় তিনি তার শিশু সন্তানকে আগ্রহ নিয়ে পার্কের বিভিন্ন রাইডে চড়ান।

মেয়র বলেন, নগরের দক্ষিণ প্রান্তে গ্রিন সিটি নামে একটি শিশুপার্ক থাকলেও উত্তরপ্রান্তে কোনো শিশুপার্ক ছিল না। তাই শিশুরা শিশুদের বিনোদন থেকে বঞ্চিত ছিল। এ লক্ষ্যে ভাটিখানা ও আমানতগঞ্জ এলাকার মাঝামাঝি স্থানে শহীদ সুকান্ত বাবুর নামে এ শিশুপার্কের উদ্বোধন করা হলো।

বুধবার (৪ জুন) থেকে উন্মুক্ত এ পার্কে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত শিশুরা আসবে, খেলবে, ছোটাছুটি করবে।  

এদিকে বিসিসি সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ উপ-খাত থেকে শহীদ সুকান্ত বাবু শিশুপার্ক নির্মাণের ব্যয়ভার বহন করা হয়।

সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ পার্ক নির্মাণে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে বরিশাল সিটি করপোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নবারুন এন্টারপ্রাইজকে এর কার্যাদেশ দেয়।  

শহীদ সুকান্ত বাবু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নিহত হন। যে ছিলেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তৎকালীন পানিসম্পদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের নাতি ও বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বড়ভাই।

বাংলা‌দেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।