ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ৪, ২০১৯
খাগড়াছড়িতে দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি: ঈদের আনন্দ সবাই মিলে উদযাপন করার লক্ষ্যে গরীব ও দুস্থদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মঙ্গলবার (৪ জুন) সকালে খাগড়াছড়ির কদমতলী এলাকায় শতাধিক গরীব ও দুস্থদের মধ্যে তিনি ঈদের নতুন পোশাক বিতরণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মনির হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


 
এদিকে, জেলার গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উদযাপনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে গুইমারা সাবজোন কার্যালয় প্রাঙ্গণে উপজেলার ৫১ জন অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে এ সহায়তা দেওয়া হয়।
 
এসময় সাবজোন অধিনায়ক মুফতি মাহমুদ জয় ও হাফছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।