ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরে ৪৪৩ জনকে ঈদবস্ত্র দিলো নয়ন যোগী আশ্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ৪, ২০১৯
দুর্গাপুরে ৪৪৩ জনকে ঈদবস্ত্র দিলো নয়ন যোগী আশ্রম

নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অসহায়, গরিব-দুঃখী ৪৪৩ নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে নয়ন যোগী আশ্রম।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাথ পাড়ায় আশ্রম প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়।

আশ্রম মাতা ও পরিচালক নিশা দেবীর ঈদবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন- আশ্রম প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী নয়ন, চন্ডিগড় মানব কল্যাণকামী অনাথালয়ের সভাপতি সুবল চন্দ্র দে, চিকিৎসক আরিফ হোসেন, নয়ন যোগী আশ্রমের সভাপতি হরেন্দ্র ঘোষ, সুসং ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিউল আলম স্বপন, দুনিয়া মামুন, লোকান্ত শাওন প্রমুখ।

প্রতিষ্ঠাতা নিত্যানন্দ গোস্বামী নয়ন বাংলানিউজকে বলেন, প্রতিবছরই এ আশ্রম থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিতায় এবারও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে চলছে এ বিতরণ যজ্ঞ।

এদিকে দুপুরে নেত্রকোণা জেলা সদরের কাইলাটি ইউনিয়নের কাইলাটি গ্রামে সাংবাদিক আজহাররুল ইসলাম বিপ্লব পাঁচ শতাধিক গরিব-দুঃখী মানুষকে ঈদবস্ত্র বিতরণ করেন। ব্যক্তিগতভাবে তিনি এ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।