ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যানজট বাড়ছে সাভার-আশুলিয়ার মহাসড়কগুলোতে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুন ৪, ২০১৯
যানজট বাড়ছে সাভার-আশুলিয়ার মহাসড়কগুলোতে

সাভার (ঢাকা): ধীরে ধীরে যানজট বেড়ে চলেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মহাসড়কগুলোতে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

সোমবার (০৩ জুন) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত চন্দ্রাগামী লেনে চার কিলোমিটার, ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি থেকে নবীনগর পর্যন্ত পাটুরিয়াগামী লেনে সাত কিলোমিটার ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরশিংহপুর থেকে বাইপাইল পর্যন্ত বাইপাইলগামী লেনে পাঁচ কিলোমিটারসহ মোট ১৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।  

নবীনগর থেকে বাইপাইল ১০ মিনিটের রাস্তায় সময় লেগে যাচ্ছে প্রায় তিনঘণ্টা।

যাত্রীর জানায়, মাত্র এক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় একঘণ্টা সময় লাগছে।   

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অপরাধ) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, রাস্তায় অতিরিক্ত যানবাহন থাকায় এবং মানুষের চাপ থাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যতটা সম্ভব যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে। এবার পোশাক কারখানা এক সঙ্গে ছুটির কারণে মূলত এ সমস্যাটা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, জুন ৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।