ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জুন ৪, ২০১৯
যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জ: দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ পারাপারের অন্যতম নৌপথ হচ্ছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া। 

পবিত্র ইদুল ফিতরের আর মাত্র একদিন বাকি। সেজন্য ঘরমুখো মানুষের পাশাপাশি পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে যানবাহনের।

সোমবার (০৩ জুন) রাতে থেকে পাটুরিয়া ঘাটে দিয়ে দেখা যায়, প্রাইভেটকার ২৫০, পরিবহন ২০০ শতাধিকের মতো পারের অপেক্ষা রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের এজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, ঘাটে যানবাহনের চাপের পাশাপাশি কাটা গাড়ির যাত্রীদের ভিড় রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।