ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাড়া বেশি নেওয়ার অভিযোগে এসি লিংক পরিবহনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, জুন ৪, ২০১৯
ভাড়া বেশি নেওয়ার অভিযোগে এসি লিংক পরিবহনকে জরিমানা এসি লিংক পরিবহনকে জরিমানা করা হচ্ছে।

মানিকগঞ্জ: ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মানিকগঞ্জের এসি লিংক পরিবহন কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেলে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠের পাশে এসি লিংক কাউন্টারে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি বাংলানিউজকে বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে ২০০ টাকার ভাড়া ৩০০ টাকা আদায় করে এসি লিংক কর্তৃপক্ষ।

পরে সরেজমিনে এর সত্যতা পাওয়ায় এসি লিংক কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।