bangla news

পত্নীতলায় মাদকদ্রব্যসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০৩ ৪:২৯:৫০ পিএম
ইয়াবা ও হেরোইনসহ আটক মামুনুর রশীদ

ইয়াবা ও হেরোইনসহ আটক মামুনুর রশীদ

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে ইয়াবা ও হেরোইনসহ মামুনুর রশীদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

সোমবার (৩ জুন) দুপুরে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন। 

এসপি ইকবাল হোসেন জানান, গোপন সংবাদে ভোরে ওই উপজেলায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা রশীদকে তার নিজ বাড়ি থেকে আটক করে নওগাঁ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৭১০ পিস ইয়াবা ও ৫৭ গ্রাম হেরোইন। রশীদ পত্নীতলা উপজেলার আবাদীয়াপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে। 

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ইয়াবা মাদক নওগাঁ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-03 16:29:50