ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারে দ্বিগুণ যাত্রী নিচ্ছে লঞ্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুন ৩, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারে দ্বিগুণ যাত্রী নিচ্ছে লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে লঞ্চগুলো। ছবি: বাংলানিনউজ

মানিকগঞ্জ: ঈদের আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পাটুরিয়া লঞ্চ ঘাটে আসতে শুরু করেছে। নির্ধারিত যাত্রীর চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নদীপথ পাড়ি দিচ্ছে লঞ্চগুলো।

সোমবার (৩ জুন) বিকেল ৩টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা হওয়ার এমন চিত্র দেখা যায়।

রোড লেভেল ক্রস না করে লঞ্চগুলো ছাড়ার কথা থাকলেও তা মানছে না কর্তৃপক্ষ।

মেসার্স সাগরিকা পরিবহন (এমএল দৌলত) লঞ্চের যাত্রীর ধারণ ক্ষমতা ১২৫ জন, অথচ প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দেওয়ার উদ্দেশে রওনা হয়েছে পাটুরিয়া লঞ্চ টার্মিনাল থেকে। একইভাবে এসভি রুনা যাত্রীর রোড লেভেল ক্রস করলেও তা পাড়ি দিচ্ছে পদ্মা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা ঘাট শাখার সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্ধারিত যাত্রী নিয়েই দৌলতদিয়া ঘাটের উদ্দেশে প্রতিটি লঞ্চ ছাড়া হচ্ছে। তবে যাত্রীর চাপের কারণেই অনেক সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
লঞ্চে ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে।  ছবি: বাংলানিনউজ
শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বাংলানিউজকে বলেন, সকালে লঞ্চ ঘাটে যাত্রীর চাপ কম ছিলো। আমাদের ভ্রাম্যমাণ আদালতের টিম পাটুরিয়া ঘাটে অবস্থান করছে। কোনো লঞ্চের বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা হওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।