ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুন ৩, ২০১৯
পাটুরিয়া লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় লঞ্চে যাত্রীদের ভিড়। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: ঈদের বাকি অার দুই-তিন দিন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পারাপারের অন্যতম নৌ-পথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া। এ নৌ-পথের কাটা গাড়ির বেশির ভাগ যাত্রীরা লঞ্চে পারাপার হয়ে থাকে।

রোববার (২ জুন) সন্ধ্যা ৭টায় পাটুরিয়া লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

মাদারীপুরগামী যাত্রী রফিক মিয়া বাংলানিউজকে বলেন, অামি দুপুরে ঢাকা থেকে রওনা হয়েছি অার এখন ঘাটে এসে পৌঁছেছি।

পরিবহনের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে কাটা গাড়িতে পাটুরিয়া ঘাটে এসেছি তবে রাস্তায় কোনো যানজট ছিলো না।  

রাজবাড়ীগামী যাত্রী এনজিও কর্মী মরিয়ম বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার সময় নবীনগর থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়েছি গ্রামের বাড়ি গিয়ে সবার সঙ্গে ঈদ করবো বলে। এবারের ঈদ যাত্রাটা ভালোই লাগলো, রাস্তায় কোনো যানজটের কবলে পড়তে হয়নি।  

বিআইডব্লিউটিএ পাটুরিয়া ঘাট শাখার সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সারাদিন লঞ্চে তেমন যাত্রীর চাপ ছিলো না। বিকেলের পর থেকে পাটুরিয়া ঘাটে লঞ্চে পারাপারের যাত্রীদের চাপ পড়েছে। যে কয়টা লঞ্চ অাছে তা দিয়ে যাত্রীদের নিরাপদে পারাপার করতে পারবো।

বাংলাদেশ সসময়: ২০৩২ ঘণ্টা, জুন ০২, ২০১.
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।