ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুন ২, ২০১৯
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মুফতা আক্তার (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মুফতা বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ গ্রামের মুক্ত শেখের মেয়ে।

মুক্ত শেখ পরিবারসহ কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস্আই) মলয় রায় বাংলানিউজকে জানান, দুপুরে মেয়ে মুফতার চুল কাটাতে তাকে নিয়ে ওই মহাসড়কের পাশে একটি সেলুনে আসেন তার বাবা মুক্ত। সেসময় সেলুনে ভিড় দেখে তিনি তার মেয়েকে সেখানে বসিয়ে রেখে জরুরি কাজে বাড়িতে যান। কিছুক্ষণ পরে মেয়েটি দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে বাড়িতে যাওয়ার সময় খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad