ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিভিন্ন জেলায় বজ্রপাতে, দুর্ঘটনায় নিহত ২৩

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ২, ২০১৯
বিভিন্ন জেলায় বজ্রপাতে, দুর্ঘটনায় নিহত ২৩

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনা, বজ্রপাত ও মাটি চাপা পড়ে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (০২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:-

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

সকাল সাড়ে ৭টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দুর্বাকান্দা গ্রামের ইস্তক মিয়ার ছেলে সাগর আহমদ (১৫), একই গ্রামের ফজল আলী ছেলে মিলন মিয়া (১৬), মোহাম্মদ আলীর ছেলে আফজাল মিয়া (১৭), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা গাগলি গ্রামের নোমান (২৪) ও শাল্লা উপজেলার নিপেশ চন্দ্র দাশ (২২)। বাকি একজনের নাম জানা যায়নি। নিহতদের পাঁচজন লেগুনার যাত্রী ও নোমান লেগুনার চালক।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়ায় উপজেলার বড়হর গ্রামের ইনসাফ আলীর ছেলে আক্তার (৪২), একই উপজেলার কয়রাকৃষ্ণ গ্রামের রেজাউল করিমের ছেলে নুর-ইসলাম (৪৫) একই গ্রামের জব্বারের ছেলে মোহাম্মদ (৩৫), সবুজ (২৫), জয়নাল সরকারের ছেলে জয়েন উদ্দীন (৫০), বেদকান্দি গ্রামের গফুর ফকিরের ছেলে মান্না (৪৫) পাগলা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল (৩৫) বাকি দু’জনে নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চাপা পড়ে মারিয়া তাসনিম মৃধা (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর বাবা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ও তার পরিবারের চার সদস্য আহত হন।

সকাল পৌনে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকার পাটোয়ারি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকার কদমতলী থানায় কর্মরত পুলিশের এসআই মো. আব্দুল জলিল (৪৫), স্ত্রী রিনা খাতুন (৩৫), ছেলে তাহসিম আহম্মেদ (১৫) ও শিশু কন্যা জান্নাতুল মাওয়া (০২)। মৃত শিশু মারিয়া আব্দুল জলিলের মেয়ে।  

নওগাঁ: নওগাঁয় পৃথক এলাকায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সকালে পৃথক পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চুটু (৫০), পোরশা উপজেলার নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলী (৪৫) ও মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামের নাদির (১২)।

রাঙামাটি: রাঙামাটি শহরের মহিলা কলেজ সড়কে মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেন্টু হোসেন (৫৫), মো. আরফন আলী (৭০) ও তানভীর (১৭)। আহতরা হলেন- সবুজ মাঝি ও মো. ওমর।

নড়াইল: নড়াইলে বজ্রপাতে কুলসুম বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

দুপুরে নড়াইল পৌরসভার ডুমুরতলায় এ বজ্রপাত হয়। কুলসুম ডুমুরতলার আলম মোল্যার স্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।