ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বকাপ দেখতে বড় পর্দা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ২, ২০১৯
বিশ্বকাপ দেখতে বড় পর্দা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের বিশ্বকাপ দেখতে বড় পর্দা উদ্বোধন করছেন এসপি মো. জসিম উদ্দিন, খেলা দেখছেন দর্শকরা। ছবি: বাংলানিউজ

নড়াইল: চলমান আইসিসি বিশ্বকাপ খেলা দেখতে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের’ উদ্যোগে এলইডি প্যানেলের উদ্বোধন করা হয়েছে।

নড়াইল চৌরাস্তায় রোববার (২ জুন) বিকেল সাড়ে ৩টায় এলইডি প্যানেলের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দিন।
 
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম কামরুল আলম, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, মাশরাফির হাতে গড়া প্রতিষ্ঠান ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে নড়াইল চৌরাস্তায় ৫ ফুট বাই ৪ ফুট পর্দায় বিশ্বকাপ ক্রিকেটের প্রতিটি খেলা দেখানো হবে। এছাড়া এখন থেকে নড়াইলের বিভিন্ন উন্নয়নমূলক এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম এখান থেকে দেখানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।