ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ২, ২০১৯
চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে

মানিকগঞ্জ: পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ইতোমধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার লোকজন রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে।

রোববার (০২ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহনের চাপ থাকলেও প্রাইভেটকারের চাপ নেই তেমন।

বরিশালগামী একে ট্রাভেলস পরিবহনের চালক মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় ঘণ্টার উপরে বসে আছি।

সামনে পরিবহনের দীর্ঘ সারি তার মধ্যে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যার কারণে যাত্রীরা গাড়িতে বসে বিরক্ত হয়ে যাচ্ছে।

গ্রিনলাইন পরিবহনের যাত্রী হুমাইরা খান বাংলানিউজকে বলেন, দুপুর ১টায় পাটুরিয়া ঘাটে পৌঁছেছি। সামনে ফেরি পারাপারের গাড়ির অনেক সিরিয়াল। গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। এরমধ্যে আবার বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে বের হয়ে যে বাইরে যাবো সে উপায়ও নাই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাটের পরিবহনের চাপ রয়েছে। তবে প্রাইভেটকার রানিং রয়েছে। ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ উপরে প্রাইভেটকার পার করা হয়েছে। ৫নং ঘাট শুধুমাত্র প্রাইভেটকার পারাপারের জন্য রাখা হয়েছে। এছাড়া আজ থেকে পণ্যবোঝাই ট্রাক পারাপার বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।