ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হালকা বৃষ্টিতেই ডুবছে না’গঞ্জের প্রধান সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুন ২, ২০১৯
হালকা বৃষ্টিতেই ডুবছে না’গঞ্জের প্রধান সড়ক হালকা বৃষ্টিতেই ডুবছে না’গঞ্জের প্রধান সড়ক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। প্রতিটি সড়কেই বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা পানি। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 

রোববার (২ জুন) সকালের হালকা বৃষ্টিতে শহরের চাষাঢ়া, দেওভোগসহ কয়েকটি এলাকার প্রধান প্রধান সড়কে এমন দৃশ্য দেখা যায়।  

শহরের দেওভোগ এলাকার বাসিন্দা আলী আহমেদ বলেন, সকালের হালকা বৃষ্টিতে সড়কে পানি জমে গেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের ময়লা পানি। এতে দুর্গন্ধও রয়েছে। তবে ড্রেন সচল থাকায় এ পানি বেশিক্ষণ জমে থাকবে না বলে প্রত্যাশা করেন তিনি। হালকা বৃষ্টিতেই ডুবছে না’গঞ্জের প্রধান সড়ক।  ছবি: বাংলানিউজশহরের চাষাঢ়া এলাকার অস্থায়ী দোকানি রহমত জানান, সকালের হালকা বৃষ্টিতে সড়কে পানি জমে ডুবে গেছে। বৃষ্টির কারণে সকাল থেকে দোকানও খুলতে পারিনি। এ পানি দ্রুত নেমে গেলে মানুষের চলাচলে সুবিধা হবে, নয়তো দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ০২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।