ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২, ২০১৯
মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় প্রধানমন্ত্রী

মদিনা, সৌদি আরব থেকে: মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে মদিনায় পৌঁছেছেন সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২ জুন) স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে মদিনায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মদিনার ডেপুটি গর্ভনর ওয়াহিব আল সাহলী।

এর আগে মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে সড়ক পথে জেদ্দায় যান প্রধানমন্ত্রী।

মদিনার মসজিদে নববীতে মহানবীর (সা.) রওজা জিয়ারত শেষে রাতেই মক্কা ফিরবেন শেখ হাসিনা। সেখান থেকেই প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।

এর আগে শনিবার (১ জুন) পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শেখ হাসিনা। তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও ওমরা পালন করেন।  

টানা ১২ দিনের সরকারি সফরে গত ২৮ মে জাপানে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে তিনি সৌদি আরব আসেন। সৌদি থেকে ফিনল্যান্ড যাওয়ার পর সেখান থেকে ৮ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।