ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় বজ্রপাতে শিশুসহ নিহত ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ২, ২০১৯
নওগাঁয় বজ্রপাতে শিশুসহ নিহত ৩ 

নওগাঁ: নওগাঁর পৃথক এলাকায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

রোববার ( ২ জুন ) সকালে পৃথক পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চুটু (৫০), পোরশা উপজেলার নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলী (৪৫) ও মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামের নাদির (১২)।

    

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম বাংলানিউজকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ধান কাটার জন্য সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকায় আসেন চুটু। সকালে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

এদিকে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বাংলানিউজকে বলেন, পোরশা উপজেলার নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস গরু নিয়ে বাড়ি পাশের মাঠ দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

এছাড়া মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, সকালে মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামে  বারান্দায় খেলা করার সময় বজ্রপাতে নাদিরের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।