ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ২, ২০১৯
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর: ঝোড়ো বাতাস ও প্রচণ্ড বৃষ্টির কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২ জুন) বেলা ১১টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

জানা যায়, সকাল ১০টার পর থেকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়।

বেলা ১১টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ফলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আবদুল মোমেন বাংলানিউজকে বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাসাত কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ