ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া স্বাভাবিক হলে হয়ে আবারও ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

রোববার (২ জুন) বেলা পৌনে ১১টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী বাংলানিউজকে বলেন, ঝোড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুন ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।