ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুন ২, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওমরাহ পালন ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মক্কা, সৌদি আরব থেকে: সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের স্থানীয় সময় রাত ১টা আগে শনিবার (০১ জুন) পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার ছোট বোন শেখ রেহানাও ওমরা পালন করেন।



রোববার (০২ জুন) সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে নবীর রওজা জেয়ারত করবেন। রাতে মদিনা থেকে মক্কা ফিরবেন তিনি।

রোববার দিবাগত রাতেই প্রধানমন্ত্রী মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। টানা ১২ দিনের সরকারি সফর শেষে ০৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা।

এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময় ০৭৪৭ ঘণ্টা, জুন ০২, ২০১৯ 
এমইউএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।