bangla news

জকিগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-০১ ৫:৩০:২৬ পিএম
র‌্যাবের হাতে আটক জালাল উদ্দিন।

র‌্যাবের হাতে আটক জালাল উদ্দিন।

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক হাজার ৩৬৯ বোতলের ফেনসিডিলসহ কামরুল হক (৪৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

শনিবার (০১ জুন) সকালে উপজেলার গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়ি থেকে ফেনসিডিলসসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক কামরুল হক গঙ্গাজল গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৯ এর মিডিয়া ইউংয়ের কর্মকর্তা (এএসপি) ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে জালাল উদ্দিনের বসতঘর থেকে এক হাজার ৩৬৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় জালালকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষসহ র‌্যাবের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এনইউ/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   মাদক সিলেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-06-01 17:30:26