ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া ঘাটে চাপ নেই ঈদে ঘরমুখো মানুষের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১, ২০১৯
পাটুরিয়া ঘাটে চাপ নেই ঈদে ঘরমুখো মানুষের ফাঁকা ফেরিঘাট এলাকা। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহন পারাপারের অন্যতম নৌ-পথ পাটুরিয়া-দৌলতদিয়া। তবে শনিবার (১ জুন) এখনো ঈদে ঘরমুখো মানুষের চাপ পড়েনি পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট ফাঁকা এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটে ছোট গাড়ি (প্রাইভেটকার) ২০ থেকে ২৫টি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বড় গাড়ি (পরিবহন) আসা মাত্রই ফেরিতে উঠছে এবং ঘাট এলাকায় পণ্যবোঝাই কোনো ট্রাক নেই। বর্তমানে এ নৌরুটে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুন ১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।