ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারের সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ৩১, ২০১৯
সাভারের সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক

সাভার (ঢাকা): নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভারের সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৩১ মে) বিকেল থেকে সাভারের ঢাকা-আরিচা, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অপরাধ) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদের সময় হওয়ায় একটু যানজট থাকতে পারে। তবে আমরা যানজটের ব্যাপারে বাড়তি ব্যবস্থা নিয়েছি। আশাকরি এবার মানুষ নির্ধারিত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। বর্তমানে সাভারের সব কয়টি সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।