ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৩১, ২০১৯
ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর আর নেই ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর

কুমিল্লা: ভাষাসৈনিক প্রফেসর লায়লা নুর (৮৫) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শুক্রবার (৩১ মে) সকাল সোয়া ৯টায় কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই মহীয়সী নারী।

এই মহীয়সী নারীর নাতি গোলাম জিলানী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

লায়লা নূর তিনি ৫২-এর সময়ের সাহসী সন্তান। আশির দশকে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম নারী ইংরেজি শিক্ষক এবং ভাষা আন্দোলনে কারা নির্যাতিতা মহীয়সী নারী। তিনি ১৯৩৪ সালের ৫ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী লায়লা নূর ভাষা আন্দোলনের পক্ষে মিছিল করে গ্রেফতার হন। ১৯৫৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রথম নারী শিক্ষক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন এবং ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রফেসর লায়লা নূরকে ‘বিনয় সম্মাননা পদক-২০১৪’ দেওয়া হয়।

লায়লা নূর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২৮ মে রাতে নগরীর প্রফেসরপাড়ায় নিজ বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হলে নগরীর সিডিপ্যাথ হাসপাতালে ভর্তি করা হয়।

বিকেলে ধর্মপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই মহীয়সী নারীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গাজীবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad