ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, উৎপাদনে ৩ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, মে ৩১, ২০১৯
বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, উৎপাদনে ৩ ইউনিট আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি উৎপাদনে ফিরেছে।

বর্তমানে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সিসিপিপি ইউনিট ও ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৫ নং ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পর বৃহস্পতিবার (৩০ মে) রাত থেকে ফের উৎপাদনে ফিরে বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো।

 

পড়ুন>> আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৫ ইউনিটের উৎপাদন বন্ধ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ এমএম সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে আমাদের প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামতের কাজ শুরু করেন। এরই মধ্যে আমরা তিনটি ইউনিট উৎপাদনে ফিরিয়ে এনেছি। বাকি দুটি ইউনিট উৎপাদনে আসতে ঘণ্টা-দুয়েক সময় লাগবে।

এর আগে সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের ভেতর ৩০০ এমবিএ নতুন ট্রান্সফরমার স্থাপনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে জাতীয় গ্রিডে ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হ্রাস পায়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।