bangla news

ধর্মপাশায় নৌকা ডুবে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-৩০ ৬:২৯:০৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকা ডুবে নিখোঁজ শাহ জামাল (৩০) ও মকবুল হোসেন (৫০) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে তাদের মরদেহ দুইটি উদ্ধার করা হয়। এর আগে, ভোরে টাঙ্গুয়ার হাওরের ধর্মপাশা অংশে নৌকা ডুবে তারা নিখোঁজ হন।

নিহতরা হলেন- উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামের বাসিন্দা আইয়ূব খানের ছেলে জামাল ও একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মৃত সামাদ আলী ওরফে সাবির উদ্দিনের ছেলে মকবুল। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নৌকা দিয়ে টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যান জামাল ও মকবুল। এসময় ঝড়ো বাতাসের কবলে পড়লে নৌকা উল্টে নিখোঁজ হন তারা। পরে দুপুরের দিকে হাওরে তাদের মরদেহ ভেসে উঠলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাদের মরদেহ দুইটি উদ্ধার করে।  

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা,  মে ৩০,  ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার সুনামগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-05-30 18:29:04