ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে বাসচাপায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
বাগেরহাটে বাসচাপায় শিশুসহ নিহত ২

বাগেরহাট: বাগেরহাটের খুলনা-বাগেরহাট মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় পথচারী শিশু ও বৃদ্ধ নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে মহাসড়কের দশানী এলাকার সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সদর উপজেলার ডেমা গ্রামের তপেল শেখের স্ত্রী মনা বেগম (৬৫) ও বাদামতলা এলাকার ভাড়াটিয়া আলী আজম খানের পাঁচ বছরের মেয়ে রানী।

মনা বেগম আলী আজমের দাদি শাশুড়ি।

আলী আজম বাংলানিউজকে বলেন, দাদি শাশুড়ি আমার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় তারা হেঁটে সার্কিট হাউসের সামনে পৌঁছালে খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মে ৩০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।