ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাজিরায় অবৈধ ইটভাটাকে জরিমানা-কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ৩০, ২০১৯
জাজিরায় অবৈধ ইটভাটাকে জরিমানা-কারাদণ্ড

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধ একটি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে মালিকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।  

বাংলানিউজকে ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস জানান, দুপুরে জাজিরার মুলনা ইউনিয়নের মিরাশার গ্রামের জিআরবি ব্রিকস নামে অবৈধ একটি ইটভাটায় অভিযান চালানো হয়।

অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ইট প্রস্তুত করার অপরাধে ভাটার মালিক খালেক দেওয়ানকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান ভাটার মালিক খালেক। এছাড়া বৈধ লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত ভাটার সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।