ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনা-বগুড়া মহাসড়কে ৫ কিমি যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৯
পাবনা-বগুড়া মহাসড়কে ৫ কিমি যানজট

সিরাজগঞ্জ: পাবনা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের পর থেকে ঘুরকা বাজার থেকে এ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে দক্ষিণে দাদপুর ও উত্তরে  ভুঁইয়াগাঁতী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

 

ঘুরকা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার বাংলানিউজকে বলেন, রাস্তার মেরামত কাজ চলছে। এ কারণে সকাল থেকে দফায় দফায় যানজট সৃষ্টি হয়। দুপুর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।     

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, মহাসড়কের ঘুরকা এলাকায় সংস্কার কাজ চলছে। এ কারণে একটি লেন বন্ধ থাকায় এ যানজট দেখা দিয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।