ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ: ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আট জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার কণ্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার কণ্যাদহ গ্রামের কবির হোসেন (৪০), আফাঙ্গির বিশ্বাস (৪২), রেজাউল বিশ্বাস (৫২), লিটন মন্ডল (৪৪), শিপুল হোসেন (৩৬), বশির উদ্দিন (৫৫), মুকুল হোসেন (৫০), তাজরুল ইসলাম (৩৫), ইন্তাজুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫৩),  সাইদুল বিশ্বাস (৫৪), দিদার হোসেনসহ (৪৪) ১৫ জন।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, কণ্যাদহ গ্রামে দীর্ঘদিন ধরে জাহিদ মন্ডল ও সাইফুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে জাহিদ মন্ডলের সমর্থক মমিনকে মারধর করে সাইফুল বিশ্বাসের লোকজন। এনিয়ে গ্রামে উত্তেজনা চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে সংঘর্ষ এড়াতে কণ্যাদহ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।