ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী লঞ্চ টার্মিনালে যত্রতত্র ভাসমান দোকান উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১৯
কাঁঠালবাড়ী লঞ্চ টার্মিনালে যত্রতত্র ভাসমান দোকান উচ্ছেদ

মাদারীপুর: মাদারীপুরের কাঁঠালবাড়ী লঞ্চ টার্মিনালের ছাউনির ভেতরে থাকা যত্রতত্র ভাসমান দোকান সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৩০ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (কমিশনার ভূমি) আল নোমানের নেতৃত্বে ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।  

এসময় পুলিশ, বিআইডব্লিউটিসি’র লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

>>>আরও পড়ুন... লঞ্চ টার্মিনালে যত্রতত্র ভাসমান দোকান, যাত্রী ভোগান্তি

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, সকালে লঞ্চ টার্মিনালের ভেতরে ভাসমান দোকানগুলো প্রশাসন সরিয়ে দিয়েছে। এসময় তাদের সতর্ক করে দেওয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে লঞ্চ টার্মিনালের ভাসমান দোকানগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে সকালে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। বিষয়টি আমিও সরাসরি মনিটরিং করবো।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad