সংগ্রহ অভিযানে পঞ্চগড় সদর উপজেলার ৯৩ জন কৃষকের প্রতিজনের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে এক মেট্রিক টন করে ধান, ৫৫০ জন কৃষকের প্রতিজনের কাছ থেকে প্রতি কেজি ২৮ টাকা দরে এক মেট্রিক টন গম এবং ৯৯ জন মিলারের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ৩ হাজার ৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।
বুধবার (২৯ মে) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনমের সভাপতিত্বে সদর এলএসডিতে ধান-চাল ও গম ক্রয় অভিযান উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ নেওয়াজ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান আল নাঈম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানসহ কৃষক ও মিলারগণ।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ২৯, ২০১৯
আরএ