ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক-কর্মচারীদের বোনাসসহ বেতন-ভাতাদি পরিশোধের অনুরোধ করেছে সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশনা অনুসারে এই ‍উপলক্ষে বুধবার (২৯ মে) অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন মনিটরিং টিম বৈঠক করেছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, মজুরি বোর্ড বাস্তবায়নকারী সব সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন-ভাতাদি পবিত্র ঈদুল ফিতরের আগে পরিশোধের জন্য অনুরোধপত্র জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২৯, ২০১৯ 
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।