ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, মে ২৯, ২০১৯
মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন রাষ্ট্রপতি

ঢাকা: ভারতের পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি।  

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক), বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারসহ বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সুযোগ পেয়েছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদী।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।