bangla news

দিনাজপুরে ফসলি জমির ওপর নির্মিত অবৈধ ইটভাটা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-২৯ ৬:১২:০০ পিএম
অবৈধ ইটভাটা ভেঙে দেয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

অবৈধ ইটভাটা ভেঙে দেয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে ফসলি জমির ওপর নির্মিত অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো প্রশাসন। 

বুধবার (২৯ মে) দুপুরে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
 
তিনি জানান, বহুদিন ধরে অসংখ্য গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সামাজিক বনায়ন ও ইরি স্কিমের জন্য হুমকি স্বরূপ অবৈধভাবে নির্মিত ইট ভাটাটি ভেঙে দেয়া হয়। ভাটার মালিককে শিগগিরই আইনের আওতায় এনে মামলা দেয়া হবে বলেও জানান তিনি। 

সদর উপজেলা ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের মুনছুর উদ্দীন চৌধুরী ও এমাজ উদ্দীন চৌধুরীর জমিতে শহরের ঈদগাহ বস্তী নিবাসী মোহাম্মদ আলীর ছেলে মহসীন আলী অবৈধভাবে ওই ইট ভাটাটি নির্মাণ করেছিলেন। গ্রামবাসীদের আবেদনের প্রেক্ষিতে ২০ মার্চ জেলা প্রশাসকের নির্দেশনায় ওই অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। ফের ইটভাটাটি পুনর্নিমিত হলে গ্রামবাসীর অভিযোগে আবারও ভেঙে ফেলার অনুমতি দেন জেলা প্রশাসক।
 
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী, কোতোয়ালি থানা পুলিশ ফোর্সসহ গ্রামবাসীরা সহযোগিতায় ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬, মে ২৯, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   উচ্ছেদ অভিযান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-29 18:12:00