ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের পোড়াহাটি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- পোড়াহাটী গ্রামের আবুল কাসেমের মেয়ে স্কুলছাত্রী তাসলিম খাতুন (১৪) ও ঘোড়ামারা গ্রামের হুরমত আলীর ছেলে রং মিস্ত্রী ইমামুল হক (২০)।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বাংলানিউজকে বলেন, ঝিনাইদহ সদরের পোড়াহাটি গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমা প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল এবং ঘোড়ামারা গ্রামের ইমামুল বাড়ি থেকে বাইসাইকেলে করে শহরে কাজে যাচ্ছিলেন। ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন।  

সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।