ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহী রেলস্টেশন থেকে ভারতীয় কসমেটিক্সসহ ৩ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ২৯, ২০১৯
রাজশাহী রেলস্টেশন থেকে ভারতীয় কসমেটিক্সসহ ৩ নারী আটক

রাজশাহী: রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্সসহ তিন নারীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। 

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের ১ নাম্বার প্লাটফর্ম থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

আটক নারী ব্যবসায়ীরা হলেন- মহানগরীর রাজপাড়ার কোর্ট স্টেশন এলাকার মৃত নূরশেদ আলীর স্ত্রী শহর বানু (৬০), চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার হান্নানের স্ত্রী শালেহা বানু (৪৮) ও মোহনপুর থানার চককৃষ্ণপুর এলাকার আবুলের স্ত্রী জাহানারা বেগম (৫৫)।

র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এটিএম মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকরা খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ী ট্রেনে করে অবৈধ পথে আসা ভারতীয় মালামালগুলো নিয়ে আসছিলো রাজশাহীতে বিক্রির জন্য। এ সময় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।  

‘পরে তাদের কাছ থেকে বিপুল পরিমান ভারতীয় পারফিউম, মেয়েদের মাথার তেল, হাতের মেহেদি ও সাবান উদ্ধার কারা হয়। ’

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মে ২৯, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।