ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগামী বছরে গ্যাস পাবে রংপুরবাসী: বাণিজ্যমন্ত্রী

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, মে ২৯, ২০১৯
আগামী বছরে গ্যাস পাবে রংপুরবাসী: বাণিজ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: বাংলানিউজ

রংপুর: আগামী বছরের (২০২০ সালের) মধ্যে রংপুরবাসী গ্যাস সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২৮ মে) রংপুর পুলিশ হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত  ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে অনেক বেশি আন্তরিক।

রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের কার্যক্রম চলছে। রংপুরবাসীর এ দাবির প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রংপুরে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করছি, আগামী বছরের (২০২০ সালের) মধ্যে রংপুরের মানুষ গ্যাস সুবিধা পাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুরকে নিয়ে বর্তমান সরকারের অনেক পরিকল্পনা আছে। রংপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে রংপুরবাসী সবই পাবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর-২ আসনের সংসদ সদস্য (বদরগঞ্জ-তারাগঞ্জ) আহসানুল হক চৌধুরী ডিউক, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা, দফতর সম্পাদক তৌহিদুর টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজী রহমান, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা চৈতি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কাকন, মহানগরের সভাপতি সাফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে আরও অংশ নেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা ও জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।