ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মাদক বিক্রেতা-চাঁদাবাজসহ আটক ১৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ময়মনসিংহে মাদক বিক্রেতা-চাঁদাবাজসহ আটক ১৩ ডিবি পুলিশের হাত আটক মাদক বিক্রেতা ও চাঁদাবাজরা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযানে তিন চাঁদাবাজ ও ১০ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- চাঁদাবাজ মাকতুম হোসাইন (২৭), মহিউল আউয়াল রানা (২৬), রাকিবুল আলম (২৫) এবং মাদক বিক্রেতা রবিন মিয়া (২৮), রাসেল মিয়া (৩২), বাচ্চু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪৮), বাদশা (৩৫), রাজু (২৯), মাসুম (২৮), আরিফ (২৬) ও শাহ আলম (২৮)।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় ডিবি কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, রোববার নগরের সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখকদের কাছ থেকে চাঁদা দাবি করার সময় ওই তিন চাঁদাবাজকে আটক করা হয়।

এছাড়া সোমবার (২৭ মে) মাদকবিরোধী অভিযান চালিয়ে নগরের সানকিপাড়া, মাসকান্দা, দিগারকান্দা বাইপাস, ফুলবাড়িয়া উপজেলা, ভালুকা থেকে ওই ১০ মাদকবিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫’শ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২২০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।