ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মে ২৮, ২০১৯
ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় হাবিব নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবন, সারোয়ার (মৃত), সাব্বির, শরীফ ওরফে শরু।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন।



কোর্ট পরিদর্শক শেখ কবিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলুনী এলাকার যুবক রুবেলকে খুন করে আসামিরা।  

ওই দিনই নিহত যুবকের মা সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২২ জুন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।