ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
বাগেরহাটে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে মোরেলগঞ্জের বড় সন্যাসি খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তাসফিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে তাসফিয়া তার চার-পাঁচজন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়।  

স্বজনরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে দুই ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

নিহত তাসফিয়া উপজেলার সন্যাসি গ্রামের মাওলানা হারুনের মেয়ে। সে আহম্মাদিয়ায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

বাগেরহাট ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বাংলানিউজকে বলেন, খালে গোসল করেত নেমে একটি মেয়ে নিখোঁজ হয়েছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ তাসফিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ২৮ মে ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।