ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, মে ২৮, ২০১৯
মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: ভারতে লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত নরেন্দ্র মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২৯ মে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। 

৩০ মে মোদীর শপথানুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।  

সূত্র জানায়, জাপান সফরে থাকবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত মোদীর শপথানুষ্ঠানে যোগ দিতে পারছেন না।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরও পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি থাকায় তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।  

সেজন্য সিনিয়র মন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের যোগ দেওয়ার কথা ছিল। রোববার (২৬ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও জানান, মোদীর শপথানুষ্ঠানে যোগ দেবেন আ ক ম মোজাম্মেল হক।  

তবে সোমবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মোদীর শপথানুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শপথানুষ্ঠানে যোগ দেওয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও বৈঠক করবেন তিনি।  

এরপর ৩১ মে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি হামিদ।  

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।