ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে কৃষকদের বাড়ি গিয়ে ধান কিনেছেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
কমলনগরে কৃষকদের বাড়ি গিয়ে ধান কিনেছেন ইউএনও

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হক।

সোমবার (২৭ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়ে উপজেলার চর কাদিরা ইউনিয়নের কৃষকদের কাছ থেকে তিনি সরাসরি ধান সংগ্রহ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক বাংলানিউজকে জানান, কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যেই কৃষকদের বাড়ি গিয়ে ধান ক্রয় করা হচ্ছে।

সরকারিভাবে মোট নয় টন ধান সংগ্রহ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, খাদ্য পরিদর্শক সালাউদ্দিন ভূইয়া, হাজিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মো. রাশেদ আলম ভূইয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদ, কৃষক হিরন হাওলাদার, মো. নুর নবী ও শওকত প্রমুখ।

এবার কমলনগরে ২৮০ হেক্টর জমিতে মোট দুই হাজার ১৩৬ টন ধান উৎপাদন করা হয়েছে। বাজারে ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। এ কারণে সরকারই মণপ্রতি এক হাজার ৪০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এসআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।