ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ২৭, ২০১৯
আশুলিয়ায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অটোরিকশার ধাক্কায় শিরিন বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ মে) বিকেল ৩টার দিকে নরশিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিরিন বেগম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার উত্তর সারুয়া গ্রামের মৃত সিদ্দিক হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আশুলিয়ার নরশিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার এলাকায় শিরিন বেগম রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।