ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জ সিটির ময়লা সরানো শুরু হয় দুপুরের পর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ২৭, ২০১৯
না’গঞ্জ সিটির ময়লা সরানো শুরু হয় দুপুরের পর! ট্রাকে ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বেশিরভাগ সিটি করপোরেশনগুলোতে ভোরে ময়লা অপসারণ হলেও, এ ব্যাপারে বেশ পিছিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সাধারণত, দুপুরের পর নগরীর ময়লা অপসারণে কাজ করেন নাসিকের পরিচ্ছন্ন কর্মীরা। এতে দুর্ভোগ বাড়লেও তাতে কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ নগরবাসীর।

সোমবার (২৭ মে) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাবের বাইরে ময়লা সংগ্রহ করতে দেখা যায় পরিচ্ছন্ন কর্মীদের। জানতে চাইলে তারা বাংলানিউজকে বলেন, সকাল থেকেই ময়লা সরানোর কাজ শুরু হয়।

তবে, লোকবল কম থাকায় অনেক জায়গায় ময়লা নিতে নিতে দুপুর পার হয়ে যায়।  

শহরের কলেজরোড এলাকার বাসিন্দা হাবিব বাংলানিউজকে বলেন, সকালে তো নয়ই, দুপুর ১২টার পর বাড়ির ময়লা নিতে আসে পরিচ্ছন্ন কর্মীরা। প্রতিদিনই একই চিত্র। অথচ গত বছরও সকাল সকালই ময়লা অপসারণ হতো।

শহরের কালিরবাজার এলাকার বাসিন্দা রহমান মিয়া বাংলানিউজকে বলেন, আগে সকালেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যেতো। এখন দেখি, দুপুরে ১২টার পর ময়লা নিতে আসে। অনেক সময় ময়লা নিজেরদেই পরিষ্কার করতে হয়।  

নিতাইগঞ্জ, দেওভোগ ও পাইকপাড়ার কিছু এলাকায় সকাল সকালই ময়লা অপসারণ হয় বলে জানান সেখানকার বাসিন্দারা। শহর এলাকায় সেটা হচ্ছে না দীর্ঘদিন। এ ব্যাপারে নাসিক মেয়র ও সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন নগরবাসী।

তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন নাসিকের প্রধান নির্বাহী (সিইও) এ এফ এম এহেতেশামুল হক। তিনি বাংলানিউজকে বলেন, সকালেই আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ময়লা অপসারণ করে। দুপুরের দিকে একটি গাড়িতে বিভিন্ন স্থানে জমা ময়লাগুলো সরিয়ে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।