ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দ্বীন মোহাম্মদ হাসপাতালে প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ২৭, ২০১৯
দ্বীন মোহাম্মদ হাসপাতালে প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা ডা. দ্বীন মোহাম্মদ হসপিটালে ডাক্তারদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর দ্বীন মোহাম্মদ আই হসপিটালে অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন একথা জানান।

খোকন বলেন, দ্বীন মোহাম্মদ আই হসপিটালে প্রধানমন্ত্রীর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়।

ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন বলে জানান তিনি।

অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে বলে জানিয়েছেন ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক।

প্রধানমন্ত্রী দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করে বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরও গড়ে ওঠা প্রয়োজন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও ডা. শেখ মোহাম্মদ হোসেন।

চোখের সমস্যায় গত ১৯ এপ্রিল সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীকে চোখের উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১ মে লন্ডনে গিয়ে সেখানে চোখের চিকিৎসা করান শেখ হাসিনা।

২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সময় সাধারণ রোগীদের মতো চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।